মালদার দুই পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতি

নিজস্ব সংবাদদাতা : বেশ কয়েক দিনের চাপানউতোরের পর মালদার ইংরেজবাজার পৌরসভা ও পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিলর দের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্স। এই অনুষ্ঠানে সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক সমর মুখার্জি, বিধায়ক তাজিমুল হোসেন সহ অন্যান্যরা।

জেলা সভাপতি বলেন রাজ্য নেতৃত্বে কাছ থেকে খামবন্দী অবস্থায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এর নাম পাঠানো হয়েছে তিনি খাম খুলে এক এক করে নাম ঘোষণা করেন। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান হলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান হলেন সুমালা আগারওয়ালা। চেয়ারম্যান ইন কাউন্সিলর হয়েছেন যথাক্রমে অশোক সাহা, গায়ত্রী ঘোষ, নিবেদিতা কুন্ডু ও শুভময় বসু।

পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম


একই সাথে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান হলেন কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান হলেন শফিকুল ইসলাম। এই পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর নাম পরে ঘোষণা করা হবে বলে তিনি জানান। নাম ঘোষণার পর উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। মালা পরিয়ে মিষ্টিমুখ করা হয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কার্তিক ঘোষ ও শফিকুল ইসলামকে। এছাড়াও উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। তৃণমূল সভাপতি বলেন, দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে ইতিপূর্বেই সমস্ত কাউন্সিলরদের কাছ থেকে মুচলেখা নেয়া হয়েছে। দল যাকে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান করবেন সেটাই সবাইকে মেনে নিতে হবে। কৃষ্ণেন্দু বাবু বলেন, দল আমাকে এই পদ দিয়েছে দলের নির্দেশমতো এবং ইংলিশ বাজারের মানুষের কথা ভেবে আমি কাজ করবো।

আবীর খেলায় মেতে উঠার দৃশ্য

কার্তিক ঘোষ ও শফিকুল ইসলাম বলেন, দলের নির্দেশ মেনে পৌর এলাকার প্রয়োজনমতো আমরা কাজ করব। এই নাম ঘোষণার পর সভাপতি, বিধায়ক, মন্ত্রী সবাই মিলে আবীর খেলায় মেতে ওঠেন। একে অপরকে আবির দিয়ে হোলি উৎসব উদযাপন করেন।