মালদার সুজাপুর এলাকায় এক নৈশ্য প্রহরীর রক্তাত্ব মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা : এক নৈশ্য প্রহরীর রক্তাত্ব মৃতদেহ উদ্ধার এর ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালদা থানার সুজাপুর এলাকায়। খবর পেয়ে পুলিশ মূতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে ,মৃতের নাম মহন্মদ আলম(৬৫)। বাড়ি কালিয়াচক থানার বাখরাবাদ এলাকায়। গত ছয় মাস থেকে মালদা থানার সুজাপুর এলাকায় জনৈক ঠিকাদার আব্দুল হান্নানের জমি দেখাশোনার কাজ করতেন। আব্দুল হান্নান জানান, এখানে মোহাম্মদ আলম বেশ কয়েক মাস ধরে জমির কাজকর্ম ও ফসল দেখাশোনা করতেন। এদিন সকাল বেলা এখান থেকে ফোন মারফত আমাকে খবর দেওয়া হয় আলমের মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসি। দেখতে পাই গলায় আঘাত ও শরীরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। মালদা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতদেহ দেখে মনে হচ্ছে তাকে দুষ্কৃতীরা খুন করেছে। আমি সমস্ত অভিযোগ পুলিশকে জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।