নিজস্ব সংবাদদাতা, মালদা নেহরু যুব কেন্দ্র ও নমামী গঙ্গার উদ্যোগে শহীদি দিবস পালিত হলো নেহেরু যুব কেন্দ্রের অফিসে। ১৯৩১ সালের ২৩ মার্চ এই দিনটিতে ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য এই অপরাধে, বীর যোদ্ধা ভগৎ সিং ,সুখদেভ সিং, রাজগুরু সিং কে ফাঁসি দেওয়া হয়। ২৪ শে মার্চ ফাঁসির দিনক্ষণ ঠিক হলেও একদিন আগেই অর্থাৎ ২৩ মার্চ এই দিনটিতে তিন ভারতীয় বীরযোদ্ধাদের ফাঁসি দেন তৎকালীন ব্রিটিশ সরকার। শহীদি দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেহরু যুব কেন্দ্রের সদস্য তপব্রত মিশ্র, সমর বিশ্বাস ,কৃষ্ণ রাজবংশী জগৎ মন্ডল। তাদের আত্ম বলিদানের মধ্যে দিয়ে সমস্ত যুব সমাজকে তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন নেহেরু যুব কেন্দ্রের প্রোগ্রাম অফিসার আনারুল হক বিশিষ্ট সমাজসেবী প্রবীর কুমার সিং এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার সুব্রত দাস।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রের সদস্যরা।