মালদা : আজ ২৬ শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। আর এই পবিত্র দিনে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা অঞ্চলের মৎস্যজীবী কোঅপারেটিভ সোসাইটির উদ্যোগে ২৬শে জানুয়ারি পালন করা হলো। পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের পাশাপাশি এদিন এলাকার মৎস্যজীবীদের সমস্যা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। গঙ্গা ফুলহর নদীর উপর মাছ ধরে জীবিকা নির্বাহ কারি মৎস্যজীবীরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এলাকার কয়েকটি নদী ছাড়াও বেশ কয়েকটি জলকর ও মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের উৎস। এই আলোচনা সভায় মৎস্যজীবীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।সরকারকে জলকর বাবদ মৎস্যজীবীরা যে পরিমাণ অর্থ প্রদান করেন তার অনেক কম পরিমাণ এলাকায় তারা মাছ ধরতে পারেন। আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হন তারা। সোসাইটির কাছে তারা এই সমস্যার কথা তুলে ধরেন।
সোসাইটির মেম্বার কৈলাস মাঝি জানান, আজ ২৬শে জানুয়ারি পালনের মাধ্যমে আমরা দেশের প্রজাতন্ত্র দিবস যেমন পালন করলাম। তেমনি মৎস্যজীবী সোসাইটির সদস্যদের নিয়ে আমরা বিভিন্ন সমস্যার আলোচনা করলাম। সারা বছর মাছ ধরতে গিয়ে আমরা অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। আগামীতে এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা সরকার এর কাছে আবেদন জানাবো।