শ্রী রূপা মিত্র চৌধুরীর সমর্থনে ইংরেজ বাজারে রোড শো করলেন অমিত শাহ।

সিদ্ধার্থ চৌধুরী মালদা: জেলায় তাপমাত্রা যখন ৪০ ডিগ্রি উপরে, সেই সময় রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরীর সমর্থনে মালদায় রোড শো করলেন তিনি।
বেলা ১২:৩০ টা নাগাদ মালদা এয়ারপোর্টে হেলিকপ্টার থেকে নেমে তিনি সোজা চলে আসেন মালদা শহরের ফোয়ারা মোরে। সেখানে এসেই রোড শো এর জন্য তৈরি থাকা সুসজ্জিত গাড়িতে উঠে পড়েন এবং তারপরেই রোড শো শুরু হয়। উৎসাহী সমর্থকরা তাকে দেখে উল্লাসে মেতে ওঠেন এবং প্রচণ্ড ভিড়ে ধাক্কাধাক্কির মধ্যেই রোড শো শুরু হয়।ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র স্ট্যাচু মোড় পর্যন্ত এই রেলি চলে। রিলির শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মালদার নাগরিক দের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলায় বেকার যুবক যুবতীদের ১০ থেকে ১৫ লাখ টাকার ঘুষের বিনিময়ে চাকরি পেতে হয়। এই সরকারের মন্ত্রীদের কাছ থেকে ঘুষের ৭০-৭৫ কোটি টাকা উদ্ধার হয়। এই শাসন ব্যবস্থার পরিবর্তন করতে গেলে মোদিজীর হাত শক্ত করতে হবে। দেশের প্রধানমন্ত্রী হিসেবে মোদি জি কে আবার আনতে হবে। তার জন্যই শ্রী রূপা মিত্র চৌধুরী, নির্ভয়া দিদিকে ভোট দিয়ে মোদি জির হাত শক্ত করুন। তিনি উপস্থিত জনগণের কাছে প্রশ্ন তোলেন, হিন্দু শরণার্থীর জন্য সি এ এ করা উচিত কি উচিত না। উল্লাসের সাথে সমর্থন জানায় উপস্থিত সমর্থকরা। পাশাপাশি তিনি ইংরেজবাজারবাসীর কাছে আবেদন জানান ৭মে পদ্ম ফুলে ভোট দিয়ে লক্ষাধিক ভোটে নিভিয়া দিদিকে কে ভোট দিয়ে জেতানোর জন্য আবেদন জানান।

সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে তিনি আবার হেলিপেডের উদ্দেশ্যে রওনা দেন। প্রসঙ্গত দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থীর শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে তিনি ভোট দেওয়ার আবেদন জানালেও মালদার আরেক লোকসভা উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মু সম্পর্কে তিনি একটিও শব্দ উচ্চারণ করেননি। এই নিয়ে একটি রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভোটের মুখে।