মালদা : পৌরসভার সাফাই কর্মীর ট্রাক্টরের সাথে সিভিক ভলেন্টিয়ারের গাড়ি ধাক্কা লাগাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদা শহরের কে জি সান্যাল রোডে। অভিযোগ এই যে শহরের ময়লা ফেলার গাড়ি নিয়ে ইংরেজবাজার পৌরসভার কর্মী যখন যাচ্ছিলেন সেই সময় একটি সিভিক ভলেন্টিয়ার এর গাড়ি ঘোড়াতে গিয়ে পৌরসভার গাড়ির সাথে সামান্য ধাক্কা লাগে এই থেকেই শুরু হয় পুরসভার সাফাই কর্মীদের সাথে সিভিক ভলেন্টিয়ারের চরম বচসা। সাফাই কর্মী শিবা হরিজনকে আটক করে ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পৌরসভার সাফাই কর্মীরা একসাথে জড়ো হয়ে ইংরেজবাজার থানার সামনে ময়লা ফেলার গাড়ি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের বক্তব্য অন্যায় ভাবে আমাদের কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। না ছাড়লে বড়োসড়ো আন্দোলন করতে বাধ্য হব।