দীর্ঘ ৭ মাস পর মালদা জেলা পরিষদের সভাধিপতি পদে বসলেন এটিএম রফিকুল

নতুন সভাধিপতি এটিএম রফিকুল

মালদা : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দীর্ঘ ৭ মাস পর মালদা জেলা পরিষদের সভাধিপতি পদে বসলেন এটিএম রফিকুল। বুধবার সভাধিপতি নির্বাচনের মধ্যে দিয়ে সর্বসম্মতিক্রমে নতুন সভাধিপতির দায়িত্বভার তুলে নেন তিনি। উপস্থিত সদস্যদের মধ্যে থেকে শুধু মাত্র রফিকুলের নাম প্রস্তাব করা হয়েছিল এবং বিরোধী পক্ষের কোনো সদস্য এই পদের জন্য প্রার্থী না থাকায় ভোটাভোটির প্রয়োজন হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মালদা জেলা পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হন এটি এম রফিকুল হোসেন। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সভাধিপতি পদ ছেড়ে ছিলেন গৌড় চন্দ্র মন্ডল। এরপর থেকে দীর্ঘ সাত মাস শুন্য ছিল মালদা জেলা পরিষদের সভাধিপতির পদ। অনেক টাল বাহানার পর সভাধিপতি পদ পুরনো হলো।