নিজস্ব সংবাদদাতা, জেলা স্তরে নতুন বিধবা ভাতা প্রাপকদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ মালদার অডিটোরিয়ামে প্রায় কুড়ি হাজার প্রাপকদের সুবিধা দেওয়ার জন্য এই অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী। সরকারি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মন্ত্রী সাবিনা ইয়াসমিন তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ ও জেলাশাসক রাজর্ষি মিত্র ও পুলিশ সুপার অমিতাভ মাইতি সহ অন্যান্য নেতৃত্বরা। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এই রাজ্যে ২১ লক্ষ্য বিধবা ভাতা দেয়া হয়েছে এরকম আর অন্য কোন রাজ্যে দেওয়া হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করছেন তার শাসনকালে কোন মানুষ না খেয়ে মারা যায়নি। গোটা দেশে অর্থনৈতিক অবস্থা পিছিয়ে পড়েছে সেই সময় বাংলার অর্থনীতি বেড়েছে। সবাইকে সমান সুযোগ দেওয়া এটাই মুখ্যমন্ত্রীর আসল উদ্দেশ্য। তিনি ঘোষণা করেন আগামী পাঁচ বছর রাজ্যের অর্থনীতি ও শিল্পতে বিশাল উন্নতি ঘটবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। জেলার মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন,আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্যই মাথা মাথা উঁচু করে বাঁচতে পারছি।