নিজস্ব সংবাদদাতা: দশ মিনিটের এনজিওগ্রাফি করার জন্য আর সয়ে সয়ে কিলোমিটার যেতে হবে না, এই সুযোগ খুব তাড়াতাড়ি মালদা জেলার মানুষেরা পাবেন হাতের নাগালেই এমনই স্বাস্থ্যপরিসেবা এবার থেকে পাওয়া যাবে মালদায়। মালদায় এসে এমন কথা জানালেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জনে ডক্টর কুনাল সরকার
সোমবার মালদার একটি বেসরকারি নার্সিংহোমে সাংবাদিক বৈঠক করে ডক্টর কুনাল সরকার বলেন, রাজ্যের যে স্বাস্থ্য সাথী প্রকল্প টি করা হয়েছে এই প্রকল্পের ফলে রাজ্যের দশ কোটি মানুষের কাছে সুবিধা পৌঁছে যাচ্ছে এটি একটি ইউনিভার্সাল হেলথকেয়ার। সব মানুষ নাগালের মধ্যেই চিকিৎসা করাতে পারছেন। স্বাস্থ্য সাথী প্রকল্প টি এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে একটি টনিক। হার্টের চিকিৎসার জন্য সয়ে সয়ে কিলোমিটার দৌড়াতে হবে না। বাড়িতে বসে যেমন পিজ্জা, বার্গার খেতে পারেন সেইরকমই এনজিওগ্রাফি এনজিও প্লাস এর মত চিকিৎসাও পাওয়া যাবে।পরবর্তীতে হার্টের বড় সার্জারিও করা হবে।
করণার জন্য এই সমস্ত কাজগুলি পিছিয়ে গিয়েছিল ।জেলার স্বাস্থ্য ব্যবস্থার সাথে টেকনিক্যাল কলাবরেশন করে এই স্বাস্থ্যপরিসেবা গুলি দেওয়া যেতে পারে এটা আমাদের একটি আশু দায়িত্ব। সবাই দল নিয়ে কথা বলেন কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে এটা একটি দল এটা একটি হেলথকেয়ার পার্টির মতো এই দলের মাধ্যমেই মানুষের সেবা দিতে হবে।দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্যপরিসেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা ভোটে খেলা হবে বলি এবার চিকিৎসাতেও খেলা হবে। এমনি কথা তিনি জানালেন দৃঢ়তার সঙ্গে। পাশাপাশি মালদার মানুষ কে এগিয়ে আসার আহবান জানান তিনি। এই সাংবাদিক বৈঠকে ডক্টর কুনাল সরকারের
সাথে ছিলেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট দিলীপ কুমার, সৌমজিৎ ঘোষ ও নার্সিং হোম এর কর্ণধার এসপি আগারওয়ালা।