মালদায় শোরুম উদ্বোধন করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় শর্মা হার্ডওয়ার রঙের শোরুম দোকানের উদ্বোধন করলেন বাংলার চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার দুপুরে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে দোকানের শুভ সূচনা করেন অভিনেত্রী।
উদ্বোধনের পরে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, মালদা তার বহু পরিচিত জায়গা। একসময় তিনি মালদার আম খেয়ে বড় হয়েছেন। মালদার আম আমার ভীষণ প্রিয়। তিনি জানান, আগামী দিনে তার বেশ কয়েকটি নতুন বাংলা ছবি আসতে চলেছে। দুর্গা পুজার আগেই রিলিজ হবে মহিষাসুরমর্দিনী বাংলা ছবি, যা দর্শকের নজর কাড়বে। এই অনুঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার রাজীব শর্মা সহ বিশিষ্ট জনেরা।