নিজস্ব সংবাদদাতা : শিক্ষক দিবস পালনে এগিয়ে এলো লায়নস্ ক্লাব অফ মালদা নিউ সেনচুরী ও মালদা জাগিৃতি।পাঁচ সেপ্টেম্বর ভারতের দ্বিতীয় রাষ্ট্র পতি ডাঃ সর্ব পল্লী রাধাকৃষনান এর ১৩৪ তম জন্ম দিবস ছিল। সেই দিন কে স্মরণ করে মালদা লায়নস্ মেডিকাল সেনটারে উদযাপিত হয় শিক্ষক দিবস। এই বিশেষ দিনে সন্মানিত করা হয় কিছু বিশেষ শিক্ষকদের, যারা বিশেষভাবে চাহিদা সমপন্ন শিশুদের সমাজের মূলস্রোতে আনার জন্য শিক্ষা দান করে থাকেন নিশব্দে এবং নিরবে। শিশু দের শিক্ষা দানের কাজ করার জন্য এগারো জন শিক্ষককে সন্মানিত করা হয় এই দিন। দুই লায়নস্ ক্লাবের পক্ষে জোন চেয়ারপারশন লায়ন রনজিত মুসাদদী জানান যে, আজ এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে সমাজের এই মানুষ তৈরীর কারিগরদের সন্মান জানাতে পেরে আমরা আজ গর্বিত। সব সময় আমরা এই ধরনের শিক্ষক দের পাশে থাকবো।