পঞ্চায়েতে কেন্দ্রীয় প্রতিনিধি দল থাকাকালীন বাইরে বিডিওর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ হরিশ্চন্দ্র পুরে।

বিডিওর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ

মালদা: পঞ্চায়েতে কেন্দ্রীয় প্রতিনিধি দল।বাইরে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ হয়েছে। বিডিওকে অভিযোগ জানাতে গিয়ে গ্রেফতার হতে হয়েছে দুইজনকে। বিডিওর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান।বিক্ষোভের জেরে ছড়ায় ব্যাপক উত্তেজনা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতে বুধবার বিকেলে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই সময় পঞ্চায়েতের ভেতরে পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং প্রশাসনের সঙ্গে আলোচনা চলছিল কেন্দ্রীয় প্রতিনিধি দলের। তখনই ভালুকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকার বাসিন্দারা এসে বিক্ষোভ দেখাতে শুরু করে পঞ্চায়েতের বাইরে। তাদের অভিযোগ সমগ্র পঞ্চায়েত এলাকায় আবাস যোজনা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। যোগ্যরা বঞ্চিত হয়েছে। কাটমানির বিনিময়ে দেওয়া হয়েছে ঘর। কিন্তু এই নিয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিজয় গিরির কাছে অভিযোগ জানাতে গেলে দুইজন স্থানীয়কে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। তাদের দাবি বিডিও হলেন এলাকার অভিভাবক। সমস্যা নিয়ে সাধারণ মানুষ তার কাছেই যাবে অভিযোগ জানাতে। কিন্তু কেন তার জন্য গ্রেপ্তার করা হবে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ।বিক্ষোভের জেরে ছড়ায় ব্যাপক উত্তেজনা।