নিজস্ব সংবাদদাতা: ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জন্ম দিবস সাড়ম্বরে পালন হল সারাদেশের সাথে মালদাতেও। ১৪ ই এপ্রিল মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বি আর আম্বেদকরের পূর্ণবয়ব মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। কৃষ্ণেন্দু চৌধুরী ছাড়াও এদিন আম্বেদকর সাহেবের মূর্তিতে মাল্য দান করেন জেলা তৃণমূলের সম্পাদক প্রসেনজিৎ দাস সহ একাধিক কাউন্সিলর ও বিশিষ্ট জনেরা।
অন্যদিকে আম্বেদকর সাহেবের জন্ম দিবসের পাশাপাশি পালন করা হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মালদার রূপকার এ,বি ,এ গনি খান চৌধুরী মৃত্যু দিবস। এদিন মালদা শহরের রথবাড়ি ও মুক্ত মঞ্চে অবস্থিত বরকত সাহেবের মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা জানান ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়াও জেলা তৃণমূলের নেতা নরেন্দ্রনাথ তেওয়ারি, শুভদীপ সান্যাল, শুভময় বসু সহ দলমত নির্বিশেষ অনেক নেতাকেই বরকত সাহেবের মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা জানান। এই প্রসঙ্গে কৃষ্ণেন্দু বাবু বলেন, আজ বরকত সাহেবের ১৭ তম মৃত্যুবার্ষিকী প্রতি বছরই তার জন্ম দিবস মৃত্যু দিবস আমরা পালন করে থাকি।
২০০৬ সালের ১৪ই এপ্রিল কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন গিনিখান চৌধুরী সেই খবর মালদাতে আসতেই শোকের ছায়া নেমে আসে জেলা জুড়ে তার মৃতদেহ জেলায় পৌঁছাতেই শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক নেতা সহ আপামর মালদা বাসী। এরপর থেকে মালদার রূপকার বরকত সাহেবের জন্ম দিন ও মৃত্যু দিন জেলা কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও পৌর সভা পালন করে আসছে।