নিজস্ব সংবাদদাতা : সারা রাজ্যের সাথে বাংলা নতুন বছর ১৪৩০ কে সারম্বরে পালন করল মালদা। পরিবারের মঙ্গল কামনায় এইদিন বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দিতে ভোর থেকেই দেখাযায় ভক্তদের ঢল। এর মধ্যে উল্লেখযোগ্য মনস্কামনা মন্দির যেখানে ভোর সাড়ে তিনটা থেকে ভক্তদের লাইন পরে পুজো দেওয়ার জন্য। বৈশাখ মাসে প্রতি শনি ও মঙ্গলবার জেলার ঐতিহ্যবাহী মন্দির জোহরা মায়ের মন্দিরে পুজো শুরু হয় এই দিন। এই পুজোকে কেন্দ্র করে একমাস ব্যাপী মেলার আয়োজন হয় এবং মালদা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয় এই পূজাকে কেন্দ্র করে। প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে এই রীতি চলে আসছে এই বছরও তার ব্যতিক্রম হয়নি। বৈশাখ মাসের প্রথম শনিবার এই পুজোর সূচনা হয়। ঐদিন জোহরা মায়ের মূর্তি বদল করা হয় ঢাক ঢোল বাজিয়ে, এবং বিভিন্ন রীতি সম্পন্ন করে প্রায় দুপুর তিনটার সময় পুজো শুরু হয় মায়ের। প্রথমে মন্দিরের সেবাইত দের পরিবার মায়ের পুজো দেন তারপরে একে একে পুজো দেন সাধারণ ভক্তরা। তবে প্রথম দিনের পুজো বেলা করে হলেও প্রায় ভোর থেকেই অনেক ভক্তদের লাইন পরে পুজো দেওয়ার জন্য।
শুধুমাত্র যে পুজো অর্চনার মধ্যে দিয়ে নতুন বছরের কে স্বাগত জানায় জেলা বাসী এমনটা নয়। জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।নববর্ষকে সামনে রেখে এবছর মালদা শিল্পী সংসদ ও সর্বজয়ী ক্লাব ১8থেকে ১৬ই এপ্রিল এই তিন দিন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। জেলার বিভিন্ন শিল্পী দের নিয়ে এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় বৈশাখী মিলন মেলা। এছাড়াও ইংরেজবাজার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির পক্ষথেকে নতুন বছরকে বরণ করে নিতে প্রতিবছরের মতো এই বছরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বছরের প্রথম দিন এক পদযাত্রার মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। এই পদযাত্রায় অংশ নেন, ইংলিশ বাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু চৌধুরী, পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলার সুমিতা ব্যানার্জি সহ ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকরা। আগামী মে মাসের
৬ ও ৭ তারিখ মালদা ইউথ ক্লাব প্রাঙ্গনে বহিরাগত শিল্পী সমন্বয় একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে পাঁচ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটি। এছাড়াও শহরের ২৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত মালদা সাংস্কৃতিক সংস্থা নববর্ষ কে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কিছু সেবামূলক কর্মসূচি নেন। এই দিন দোকানে দোকানে হালখাতা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন বছর ১৪৩০ কে বরণ করল মালদা জেলাবাসী।