নিজস্ব সংবাদদাতা মালদা : গ্রীষ্মের প্রখর দাপটে পুড়ছে বাংলা ব্যতিক্রম নেই মালদাও। আর এই তাপমাত্রা বৃদ্ধির ফলেই আম ও লিচুর প্রবল ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে জেলা উদ্যান পালন দপ্তর। সম্প্রতি জেলা উদ্যান পালন দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক জানান , গ্রীষ্মের এই তাপমাত্রা বৃদ্ধির ফলে যেকোনো ফসলের ক্ষতির আশঙ্কা থাকে, জলের অভাবে ফলন নষ্ট হয়ে যায় সেটা যেন না হয় সেই জন্য নল কূপ করে গাছের জল দেওয়া ব্যাবস্থা করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে জল স্প্রের মাধ্যমে গাছের গোড়ায় পৌঁছে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে চাষীদের ।
উল্লেখ্য, আম লিচুর জন্য বিখ্যাত এই জেলা । এই জেলার আম ও লিচু বিশ্ববাসীর রসনা তৃপ্তি করে। এই আম ও লিচুর ব্যবসার উপরেই অনেক অংশে নির্ভর জেলার অর্থনীতি। কিন্তু বিগত কিছু বছর থেকে ক্রমে ক্রমে বেড়েই চলেছে জেলার তাপমাত্রা। আর এই তাপমাত্রা বৃদ্ধির ফলে আমের গুটি লাল হয়ে ঝরে পড়ে যাচ্ছে যা নিয়ে উদ্বিগ্ন আম চাষী থেকে জেলা উদ্যান পালন দপ্তর ও জেলা প্রশাসন। ব্যাপক হারে বনভূমি ধ্বংসকেই তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে দেখিয়েছেন পরিবেশবিদরা। এইভাবে যদি তাপমাত্রা বাড়তে থাকে, তাহলে আম লিচুর ফলনের ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চাষিরা পাশাপাশি এবছর আম ও লিচুর ফলন নিয়ে চিন্তিত জেলা উদ্যানপালন দপ্তর ও জেলা প্রশাসন।