কালিয়াচকে উদ্বোধন হলো স্থায়ী পুলিশ মহকুমা অফিসের।

নিজস্ব সংবাদদাতা : কালিয়াচকে স্থায়ী পুলিশ মহাকুমা অফিসের উদ্বোধন হলো মঙ্গলবার ।এদিন ফিতে কেটে পুলিশ মহকুমা অফিসের উদ্বোধন করেন এডিজি( উত্তরবঙ্গ) অজয় কুমার। অনুষ্ঠানে এডিজি অজয় কুমার ছাড়াও উপস্থিত ছিলেন ডিআইজি মালদা রেঞ্জ সুদীপ সরকার ,মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব , অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাউ, ডিএসপি হেডকোয়াটার প্রশান্ত দেবনাথ এসডিপিও সম্ভব জৈন সহ পুলিশের শীর্ষ কর্তারা। অনুষ্ঠানে উত্তরবঙ্গের এডিজি অজয় কুমার কে গার্ড অফ অনার দেওয়া হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজয় কুমার জানান, এমন একটি জায়গায় কালিয়াচকের পুলিশ মহাকুমা অফিসটি করা হলো যেখান থেকে এই মহকুমা অফিসের অন্তর্গত কালিয়াচক, মোথাবাড়ি, বৈষ্ণবনগর এই তিনটি থানা কে নিয়ন্ত্রণ করা যাবে।
আজ থেকে প্রায় দু বছর আগে ২০২১ সালের ৮ ডিসেম্বর মালদায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে কালিয়াচকের আইনশৃঙ্খলা রক্ষার জন্য একটি পুলিশ মহকুমা অফিস গড়ার কথা ঘোষণা করে যান। তার সেই ঘোষণা মোতাবেক রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কয়েক দিনের মধ্যেই যদুপুরের একটি বাড়িতে অস্থায়ীভাবে কালিয়াচক পুলিশ মহকুমার কাজকর্ম চালাতে থাকে এবং রাজ্যে স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক আই পি এস সম্ভব জৈনকে এই পুলিশ মহকুমার এসডিপি করে নিযুক্ত করা হয়। এতদিন অস্থায়ীভাবে কালিয়াচক পুলিশ মহাকুমার কাজকর্ম চললেও এবার স্থায়ী ভবন তৈরির ফলে কাজকর্ম আরো সহজভাবে করা যাবে বলে আশাবাদী মালদা জেলা প্রশাসন