প্রচন্ড দাবদাহের মধ্যে সম্ভাব্য বৃষ্টির খবরে খুশি মালদা বাসী।

নিজস্ব সংবাদদাতা, মালদা: খুব শীঘ্রই মুক্তি মিলতে পারে গ্রীষ্মের প্রখর দাপট থেকে। মালদা সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনি জানিয়েছে মালদা জেলা আবহাওয়া দপ্তর।
বেশ কিছুদিন ধরে গ্রীষ্মের প্রখর দাবদাহ চলছে সারা রাজ্য জুড়ে । ব্যতিক্রম নেই মালদা ও। তাপ প্রবাহের দাপট এখনও ক্রমবর্ধমান। যদিও দার্জিলিং, কালিংপং শিলিগুড়ি সহ পাহাড়ের বেশ কিছু অংশে শিলা বৃষ্টি হয়েছে। যার জেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে উত্তরবঙ্গের একটি অংশের মানুষ। কিন্তু মালদা সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কবে নামবে বৃষ্টি সেই প্রশ্নও সবার মুখে মুখে। মালদার পার্শ্ববর্তী জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা সহ বিভিন্ন জেলার মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন। সম্প্রতি এর উত্তর মিলেছে আবহাওয়া দপ্তর থেকে। মালদার আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে চলতি মাসের ২৩- ২৪ নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এটাও জানানো হয়েছে যে গ্রীষ্মের যে দাপট প্রায় এক সপ্তাহ ধরে চলছে তা আরো দুদিন থাকবে। কত বছর ধরে বেড়ে চলেছে ব্যাপক হারে এই তাপমাত্রা এমন প্রশ্ন করা হলে জেলা আবহাওয়া দপ্তরের আধিকারিক জানান, যে প্রতিবছরেরই মে মাসের দিকে এই তাপমাত্রার বৃদ্ধি ঘটে যদিও বিগত ১০ বছরে এতটা তাপমাত্রার বৃদ্ধি ঘটেনি। তিনি আরো জানান, তাপমাত্রার বৃদ্ধি হলে তা সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে না এই বছর সেই তাপমাত্রা ৪২ ডিগ্রী ছাড়িয়েছে। চলতি মাসের ২৩, ২৪ তারিখ নাগাদ যে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে আবহাওয়া দপ্তর সূত্রে, সেই খবরে স্বভাবতই খুশি মালদা সহ পার্শ্ববর্তী জেলার মানুষেরা।