নিজস্ব সংবাদদাতা : সারা রাজ্যের সাথে মালদাতেও সাড়ম্বরে পালিত হলো খুশির ঈদ। ইংরেজবাজার পৌরসভার অন্তর্গত সুভাষপল্লী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের সমবেত নামাজ পাঠের জন্য কয়েক হাজার মানুষ জমায়েত হন। তীব্র দাবদাহের কথা মাথায় রেখে সুভাষপল্লীর ঈদগাহ ময়দানে ছাউনির ব্যবস্থা করা হয়। একই চিত্র ধরা পরে সুজাপুর নয় মৌজা ঈদগাহ ময়দানে। এখানে প্রায় লক্ষাধিক মানুষ জমায়েত হন ঈদের নামাজ পড়ার জন্য।
এদিন মুসলিম ভাইদের সাথে এই ঈদগাহ ময়দানে শুভেচ্ছা বিনিময় করতে আসেন পৌর প্রধান কৃষ্ণেন্দু চৌধুরী ।শুভেচ্ছা বিনিময় করতে এসে তিনি বলেন, সারা রাজ্যব্যাপী চলছে তীব্র দাবদহ। ব্যতিক্রম নেই আমাদের জেলাও। তাই এই তীব্র দাবদহ থেকে মানুষকে মুক্তি দিতে ছাউনির নিচে নামাজ পাঠের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শহরের মহেশ মাটি এলাকায় মহিলারা সমবেত হয়ে নামাজ পড়েন। জেলার গাজোল ,কালিয়াচক, চাচোল এলাকাতেও ঈদের নামাজ পড়েন মুসলিম ধর্ম প্রাণ মানুষেরা।
উল্লেখ্য করোনার জন্য বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি দু’বছর ঈদে মানুষ তেমন আনন্দ করতে পারেনি তাই করোনার প্রকোপ কমতেই এবং করোনা বিধির শিথিল হতেই ঈদ মহাসড়ম্বরের সাথে সারা রাজ্যের পাশাপাশি পালিত হল মালদাতেও। করোনা পরবর্তী সময়ে আনন্দের সঙ্গে ঈদ পালন করতে পেরে হাসি ফুটেছে জেলার ইসলাম ধর্মাবলম্বী মানুষের মধ্যে।