মৃত রোগীকে আই সি ইউ তে রেখে চিকিৎসার অভিযোগ মালদায়।

নিজস্ব সংবাদ দাতা: মৃত ব্যক্তিকে আই সি ইউ তে রেখে চিকিৎসার চালিয়ে যাওয়ার অভিযোগ উঠলো মালদায় বেসরকারি নার্সিং এর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে।
গাজলের শিক্ষক পল্লীর এক বাসিন্দার গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হন মালদা শহরের একটি নামি বেসরকারি নার্সিংহোমে। প্রথমদিকে চিকিৎসা চলছিল ঠিকঠাক। রোগীর রক্তের প্রয়োজন বলে জানায় নার্সিংহোম। রাতে রক্তের ব্যবস্থা না করতে পারলেও সকালে দিলেই হবে বলে জানায়। মৃত রোগীর জামাই শ্বশুর মশাইকে দেখার জন্য আই সি ইউ তে ঢুকতে গেলে তাকে বাধা দেওয়া হয় তখন তার সন্দেহ হয়। এবং প্রায় জোর করেই ঢুকে পড়েন রোগীর পরিবারেরা ও দেখতে পান তাদের রোগী বেঁচে নেই, হাত পা ঠান্ডা হয়ে গেছে। এরপরে চিকিৎসায় গাফিলতীর অভিযোগ তুলে উত্তেজনা ছড়ায় নার্সিংহোম চত্বরে। খবর পেয়ে ঘটনা স্তলে আসে পুলিশ। অভিযোগ, নার্সিংহোমে ঢুকে ভাঙচুর চালায় ওই মৃত রোগীর পরিবারের লোকেরা আই সি ইউ র কাঁচ ও ভেঙে দেয় তারা । এমনকি বাধা দিতে এলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সিংহোমের অন্যান্য কর্মীদের মারধর করা হয়। সমস্ত ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি, বেসরকারি জায়গার চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে।