মালদায় তৃণমূল নেতার বাড়িতে রেড নিয়ে দ্বন্ধ।

নিজস্ব সংবাদদাতা : সাত সকালে হইচই পড়লো মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর এলাকায়। দাপুটে এক তৃণমূল নেতার বাড়িতে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেড এর খবরে চাঞ্চল্য ছাড়ায় এলাকায়। উৎসাহ মানুষর ভিড় করে তার বাড়ির সামনে প্রধান দরজায় সেন্ট্রাল ফোর্স গার্ড থাকার কারনে খবর ছড়ায় ইডি এই নেতার বাড়িতে তদন্তে এসেছে। পাশাপাশি এমনও শোনা যায়, ইনকাম ট্যাক্স দপ্তরের থেকে এখানে রেড শুরু হয়েছে। পুরো ঘটনাটা নিয়েই দ্বন্দ্বে থাকে তৃণমূল নেতৃত্ব সহ এলাকার মানুষ। বেলা গড়িয়ে গেলেও তার সঠিক তথ্য পাওয়া যায় না। তবে একটি সূত্রের খবরে জানা যায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টই এই তৃণমূল নেতা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে তদন্তে নেমেছে।

অপরদিকে আজ জনসংযোগ যাত্রার জন্য জেলাতে আছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই উপস্থিতিতে তৃণমূল নেতার বাড়িতে এই ধরনের রেডের ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহল সহ অন্যান্য মহলে। এরই মধ্যে আজ রাতে মালদায় এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই রেড এখনও চলছে।