নিজস্ব সংবাদদাতা মালদা, গঙ্গারামপুরে জনসংযোগ যাত্রা শেষ করে এবার মালদায় যাত্রা শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।আজ নালাগো লার রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে এই যাত্রা তিনি শুরু করেন। যাত্রা শুরুতেই তিনি এক শত আয়ু বৃদ্ধা কে দেখতে পান এবং তার পা ছুঁয়ে প্রণাম করেন। এর পরেই হাজারো মানুষের মধ্যে দিয়ে, মানুষের আশীর্বাদ ও শুভেচ্ছা নিয়ে এই জনসংযোগ যাত্রা এগোতে থাকে। পাকুয়াহাট, বুলবুল চন্ডী, মহাদেবপুর এই সমস্ত এলাকা দিয়ে যাওয়ার সময় বহু মানুষ তাকে উত্তরীয় ফুলের মালা ও ফুল ছিটিয়ে অভ্যর্থনা করেন । হবিবপুর ও ওল্ড বাংলা ব্লকের কর্মসূচি শেষ করে তিনি সোজা চলে যান গাজলে। সেখানেও একটি পদযাত্রায় অংশ নেন।
এরপরে ,মালতিপুরের জনসভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আপনারা আগামী পঞ্চায়েতে প্রার্থী নিজেরা নির্বাচিত করুন। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্লক জেলা বা রাজ্য কোনরকম হস্তক্ষেপ করবে না। এই জনজোয়ার মঞ্চে যে ব্যালট পেপার গুলো দেওয়া হচ্ছে সেখানে নাম ঠিকানা ফোন নম্বর কোন কিছু উল্লেখ না করে আপনাদের মনের মত প্রার্থীদের নাম লিখে জমা দিন আর সেইখান থেকেই আপনাদের মনের প্রার্থীকে আমরা নির্বাচিত করব। কোনো ব্যালটে কোন প্রার্থীর নাম থাকলেও যে সেই প্রার্থী আবার টিকিট পাবেন এমনটা ভাববেন না। পাশাপাশি তিনি বি জে পি, কংগ্রেস ও সিপিএমকে তুলধনা করেন। তিনি সরাসরি দিল্লির বিজেপির সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন বাংলার কাজের পাওনা টাকা দিল্লি দিচ্ছে না । এটা আপনাদের প্রাপ্য টাকা আপনার কাজ করে পেয়েছেন। সেই টাকা আদায়ের জন্য আমি দিল্লিতে ধর্না দোবো। আপনারাও আমার সাথে থাকুন। কংগ্রেসের অধীর চৌধুরী ও মালদার কংগ্রেসর সাংসদ এবং বিজেপির সংসদের উদ্দেশ্যে তিনি বলেন, এরা আপনাদের কি দিয়েছে বছরের পর বছর ধরে মোদি সরকারই বা আপনাদের কি দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার, গ্রাম সড়ক যোজনা দুয়ারের রেশন ১০০ দিনের কাজ যে প্রকল্পগুলি কথা বলেছেন সেগুলি সব দিয়েছেন কিন্তু বিজেপি সরকার কিছু দিতে পারেনি। তিনি বলেন আমি এক কথার মানুষ যেটা বলি সেটা করে দেখাই। পঞ্চায়েতকে আরো ভালোভাবে পরিচালনা করতে গেলে ও মানুষের পঞ্চায়েত গড়তে গেলে আপনাদের সহযোগিতার দরকার।