নিজস্ব সংবাদদাতা মালদা : ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সুখবর নিয়ে এলো ভারতীয় রেলওয়ে। “ভারত গৌরব” ট্রেন প্রকল্পের অধীনে দেশের পাঁচটি জ্যোতির্লিঙ্গ ভ্রমণের শুভযাত্রা শুরু হবে আগামী কুড়ি মে কলকাতা স্টেশন থেকে। এই ভ্রমণ যাত্রায় ৫ টি জ্যোতির্লিঙ্গের দর্শন করানো হবে। তার মধ্যে থাকবে অংকারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর সহ স্ট্যাচু অফ ইউনিটি, শিরডি সাই বাবা মন্দির ও শনি সিং না পুর দর্শন থাকবে এই প্যাকেজটির মধ্যে। আই আর সি টি সি এর তত্ত্বাবধানে,১১ রাত্রি ও ১২ দিনের এই প্যাকেজে স্লিপার ক্লাস এসি থ্রি ও এসি টু ক্লাসের মধ্যে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। এর জন্য রেলের পক্ষ থেকে ভারত গৌরব ট্রেন প্রকল্পের অধীনে পর্যটকদের সুবিধার জন্য রেলের ভাড়া আনুমানিক ৩৩ শতাংশ ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইআরসিটিসির কর্তৃপক্ষ। আর এই যাত্রার জন্য যে বিশেষ ট্রেনটি করা হয়েছে তারই প্রচারে মালদায় আই আর সি টি সির ফুড প্লাজায় একটি সাংবাদিক বৈঠক করা হয় আইআরসিটিসির পক্ষ থেকে।
আইআরসিটিসির মালদার রিজিওনের কর্ণধার নিখিল প্রসাদ ও বিশ্বজিৎ দে জানান, এই প্রথমবার ইস্টার্ন রিজনে এই ধরনের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনটিতে ৭০০ টি আসনের এল এইচ বি কোচ থাকবে। তার মধ্যে স্লিপার ক্লাসে থাকবে ৩১৫ টি, থ্রি টায়ার এসিতে থাকবে ২৯৭ টি ও টু টায়ার এসিতে থাকবে ৪৪ টি আসন। খাওয়া-দাওয়া, থাকা জন্য স্লিপার ক্লাসের মাথাপিছু ভাড়া করা হয়েছে কুড়ি হাজার ষাট টাকা স্ট্যান্ডার্ড থ্রি তার এসিতে মাথাপিছু ভাড়া হয়েছে ৩১,৮০০ টাকা ও কমফোর্ট টু টিয়ার এসিতে মাথাপিছু ভাড়া করা হয়েছে ৪১ হাজার ৬০০ টাকা । ৫ বছরের উর্ধ্বে সকল যাত্রীদের এই ভাড়ায় লাগবে। এছাড়াও নিরাপত্তা ও ইনসিওরেন্সেরও ব্যবস্থা থাকছে যাত্রীদের জন্য ট্রেনটি কুড়ি তারিখ কলকাতা স্টেশন থেকে ছেড়ে ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, পাকুর হয়ে যাবে। মালদার যাত্রীরা পাকুর থেকে বোর্ডিং করতে পারবেন বলে জানিয়েছেন আইআরসিটিসির প্রতিনিধিরা।