মালদার নেতাজি কমার্শিয়াল মার্কেটে ভয়াবহ আগুনে ভষ্মিভূত বেশ কয়েকটি দোকান, মৃত দুই।

সিদ্ধার্থ চৌধুরী, মালদা: মালদার নেতাজি কমার্শিয়াল মার্কেটে ভয়াবহ আগুনে মৃত্যু হল দুই ব্যক্তির আজ সকাল ছটা নাগাদ, কমার্শিয়াল মার্কেটে মজুদ করে রাখা কার্বাইড ড্রামে আগুন লাগে এবং সেখান থেকেই প্রথমে ধোঁয়া বেরোতে শুরু করে তারপরেই আগুন আরো বেরে গিয়ে পাশের মুদি খানা, স্টেশনারি, সোনার দোকান ও জিরা গোডাউনে ছড়িয়ে পরে। এলাকায় একটি বাজির দোকান থাকায় সেই দোকানেও আগুন ছড়িয়ে পরে। ওই খানে একটি কার বাইট এর দোকানও ছিল বলে জানায় ব্যাবসায়ীরা। আজ ভোরে হঠাতই ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। তারপরেই আগুন ছড়িয়ে পড়তে দেখে, খবর দেওয়া হয় দমকলে। এলাকায় ছুটে আসেন ব্যাবসায়ীরা। এবং ইংরেজি বাজার পৌরসভার চেয়ারম্যান, পুলিশ ও বিভিন্ন কাউন্সিলররা। আগুনের তীব্রতা বাড়তে থাকায় প্রথমে আগুন আয়ত্তে নিতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। বেলা বাড়ার পর প্রচুর মানুষ এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা এখানে ভিড় করেন এবং ঘটনা নিয়ে দোষারোপ করেন।

মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, আজ সকালে কার্বাইডের গাড়ি থেকে যেকোনো ভাবেই হোক বিস্ফোরণের ফলে এলাকায় প্রথমে ধোঁয়া দেখা যায় তারপরেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকানে তার মধ্যে একটি বাজির দোকান ছিল সেখানেও আগুন ঢুকে বাজি ফাটতে থাকে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। এই ঘটনায় মার্কেটের ভেতরে থাকা দুইজন কর্মী একজন মংলু ঋষি( ৪৮) ও অন্যজন গণেশ কর্মকার (৪৮) এদের দুই জনের বাড়ি ইংলিশ বাজারের বাগ বাড়ি ও রাম চন্দ্রপুর এলাকায় এদের মৃত্যু হয়।

দমকল খুব দ্রুততার সাথে আগুন কন্ট্রোলের জন্য নেমে পড়লেও প্রথমে ধোঁয়ার জন্য অসুবিধা হয়। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী ঘটনাস্থলে এসে জানান, কার্বাইড এর ড্রাম থেকে যেকোনো কারণে বিস্ফোরণ ঘটে এই ধোঁয়া হয়েছে এবং আগুন লেগেছে। বাজির দোকানেও আগুন লেগেছে। আপাতত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনাটি আরো বেলায় ঘটলে আরো মানুষের হতাহত হওয়ার সম্ভাবনা ছিল। তবে দমকল কর্মীরা দ্রুততার সাথে কাজ শুরু করেছে। পুলিশ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগুন লাগার প্রকৃত কারণ জানার জন্য ফরেনসিক দল এসে ঘটনার তদন্ত করবে। দমকল এর আধিকারিক জানান, প্রায় ছয় ঘন্টার বেশি সময়ের চেষ্টায় আগুন কন্ট্রোলে এসেছে কার্বাইড থাকার জন্য প্রচুর পরিমাণ ধোঁয়া তৈরি হয়েছিল সেই ক্ষেত্রে ফোন ও জল ব্যবহার করে এগুলোকে আয়ত্তে নিয়ে আসা হয়েছে। তবে ঠিক কি কারণে এই আগুন তাই নিয়ে তদন্ত হচ্ছে। দুই জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।