নিজস্ব সংবাদাতা: নির্বাচনী প্রচারে মালদায় এসে তৃণমূলকে বিজেপির এজেন্ট বলে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। গত রবিবার নির্বাচনী প্রচারে মালদার সুজাপুর এ এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সুজাপুরের মঞ্চ থেকে অধীর চৌধুরী সহ কংগ্রেসদের কে বিজেপির এজেন্ট বলে আখ্যা দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর এই বক্তব্যের প্রত্যুত্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, দিলীপ বাবু বলেন কংগ্রেস আবার কবে বিজেপির এজেন্ট হলো বিজেপির এজেন্ট তৃণমূল। এরা ক্ষমতায় থাকার জন্য সব করতে পারে। এরা পাটনা তে গিয়ে একসঙ্গে চা খাচ্ছে আর পশ্চিমবঙ্গে এসে তাদের সঙ্গে কুস্তি করছে। তৃণমূল কি করছে মানুষ বুঝতে পারছে, এই পঞ্চায়েত নির্বাচন থেকেই মানুষের জবাব দেওয়া শুরু করবে।
সোমবার প্রতিকূল আবহাওয়ার মধ্যে তিনি সকালে সাহাপুর এলাকায় পৌঁছে যান নির্বাচনী প্রচারে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন। আর এই মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজ্য নৈতিক বিশ্লেষণ। কথা উঠেছে, এটাকি নিছক বেফাঁস মন্তব্য, নাকি সত্যি কথার প্রকাশ। এই দিন তিনি বৃষ্টি মাথায় নিয়ে যোদুপুর, গোপালপুর, কাজী গ্রাম সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন।