৭৭ তম স্বাধীনতা দিবস পালন করলো মালদা প্রেস কর্নারের সাংবাদিকরা।

নিজস্ব সংবাদদাতা: ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করলো মালদা প্রেস কর্নার। এই উপলক্ষে মালদহ প্রেস কর্নারের উদ্যোগে আয়োজিত ক্যারাম টুর্নামেন্টের জয়ীদের হাতে ট্রফি তুলে দিলেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। এই দিন সকালে প্রেস কর্নারে জাতীয় পতাকা উত্তোলন হয়। পতাকা উত্তোলন করেন জেলার প্রবীন সাংবাদিক নাজির হোসেন ও অভিজিৎ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া,পুলিশ সুপার প্রদীপকুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা। প্রেস কর্নারের উদ্যোগে যে ক্যারাম প্রতিযোগিতা শুরু হয়। সেই প্রতিযোগিতায় ২৪জন সংবাদিক অংশগ্রহণ করেন।

তাঁদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন হন সেবক দেবশর্মা ও বিশ্বজিৎ মণ্ডল। দ্বিতীয় হন সুশান্ত সরকার ও সাম্বো সাহা এবং তৃতীয় হন বাবুল হক ও পার্থ দাস। এদিন তাঁদের প্রত্যেককের হাতে ট্রফি তুলে দেন জেলাশাসক ও পুলিশ সুপার।