নিজস্ব সংবাদদাতা : পি ডব্লু বিদ্যাপীঠের মালদা শাখার পরিচালনায় ফিজিক্সওয়ালা ন্যাশনাল স্কলারশিপ কাম এডমিশন টেস্ট ২০২৩ এর উদ্বোধন হল মালদা সেন্টারে। শুক্রবার সন্ধ্যায় মালদা শহরে বিদ্যাপীঠের নিজস্ব ভবনে কেক কেটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্কলারশিপ কাম এডমিশন টেস্টের মেগা উদ্বোধন হয়। এই টেস্টে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষা দেওয়া যাবে দুইটি পদ্ধতিতে। অফলাইন এবং অনলাইনে। অফলাইনে পরীক্ষা হবে আগামী ১লা অক্টোবর, ৮ই অক্টোবর ও ১৫ অক্টোবর এই তিন দিন। প্রথমার্ধে এক ঘন্টা এবং দ্বিতীয়ার্ধে এক ঘন্টা করে পরীক্ষা হবে। এছাড়া অনলাইনে ১লা অক্টোবর থেকে ১৫ ই অক্টোবর এই ১৫ দিন ধরে ২৪ ঘন্টার মধ্যে যেকোনো সময় পরীক্ষায় বসতে পারবে ছাত্রী ছাত্রীরা। অন লাইন পরীক্ষায় বসতে গেলে বিদ্যাপীঠের নিজস্ব অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। সংস্থার পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, বিগত বছরে এই স্কলারশিপের পরীক্ষায় দেড় লক্ষ পরীক্ষার্থী বসেছিল এবারে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সারা ভারতবর্ষ ব্যাপী ১০ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসানোর জন্য। এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য কোন ফি দিতে হবে না। অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই পরীক্ষায় বসা যাবে। এছাড়াও বিভিন্ন শ্রেণীর এই পরীক্ষায় সফল ছাত্র-ছাত্রীদের প্রথম থেকে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত নগদ স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এই বিষয় গুলি প্রচার অভিযানের জন্য একটি ট্যাবেলোর উদ্বোধন করা হয়। এই বিষয়ে, বিদ্যালয়ের মালদা শাখার সেন্টার হেড শুভ্র ভট্টাচার্য বলেন, সর্বভারতীয় ফিজিক্স ওয়ালা বিদ্যাপীঠের পরিচালনায় সর্বভারতীয়ভাবে ন্যাশনাল স্কলারশিপ কাম এডমিশন টেস্ট ২০২৩ এর সারা ভারত বর্ষের সাথে মালদাতে ও উদ্বোধন করা হল। এই জেলা সহ পাশের জেলার স্কুল গুলিতে এই পরীক্ষা নিয়ে প্রচার চালানো হবে।