রাজ্যের সাথে মালদায় উদ্যান পালন সপ্তাহের সূচনা করলেন জেলাশাসক।

নিজস্ব সংবাদদাতা মালদা : সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে উদ্যান পালন সপ্তাহ পালন হলো মালদায়। ২২ থেকে ২৮ আগস্ট অবদি চলবে এই কর্মসূচি। এই কর্মসূচিতে বিনামূল্যে উন্নত প্রজাতির ফলের চারা বিতরণ, কৃষক দের প্রশিক্ষণ ও সচেতনতা শিবির উদ্যোগী উদ্যান পালকদের সম্মান প্রদান, ফল ও ফুলের গাছ লাগানো সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে উদ্যান পালন দপ্তরের সভাকক্ষে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয় উদ্যান পালন সপ্তাহের। এই অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,সহকারী সভাধিপতি এ টি এম রফিকুল ইসলাম, জেলাশাসক নীতিন সিংহানিয়া,অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল কমিশনার দেবতোষ মন্ডল, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী,জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন ড্রাগন ফল, আনারস এবং অন্যান্য ফল চাষ করে নজির গড়েছেন এমন কয়েকজন কৃষককে পুরস্কার তুলে দেওয়া হয় দপ্তরের পক্ষ থেকে।
জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, উদ্যানপালন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ফলের গাছের চারা বিতরণ করা হচ্ছে কৃষকদের মধ্যে। আম, কাঁঠাল, পেয়ারা সহ বিভিন্ন ফলের গাছ প্রদান করা হচ্ছে। গাছগুলি চাষ করে কৃষকরা স্বনির্ভর হতে পারবেন বলে তিনি জানান।