ফারাক্কা ব্রিজের রেলিং ভেঙে মাল গাড়িতে ধাক্কা লরির। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত।

নিজস্ব সংবাদদাতা মালদা:
ফারাক্কা ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা। রেলিং ভেঙে রেললাইনের উপর উঠে গেলো একটি লরি। এর পরেই মালগাড়িতে ধাক্কা লড়ির। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রাক্টারকে ধাক্কা মারে লরিটি। পরে ফারাক্কা ব্যারেজের রেলিং ভেঙে ডাউন ট্রেন মালগাড়িতে ধাক্কা খায় লরিটি। এমার্জেন্সি ব্রেক কষে দাড়িয়ে পরে মালগাড়ি। মালগাড়ি চালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষাপায়। যদিও কোনো হতাহতের খবর নেই। মঙ্গলবার ভোরে গঙ্গা নদীর উপর ফারাক্কা ব্রিজে এই ঘটনা ঘটে। আতঙ্কে সৃষ্টি হয় অন্যান্য গাড়ির চালক দের মধ্যে। ফারাক্কা ব্রিজের নিরাপত্তা নিয়ে মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া রিপোর্ট পাঠালেন রাজ্য সরকারের কাছে।