নিজস্ব সংবাদাতা মালদা: মিজোরামে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে মালদা এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সকালে ট্রেনে মালদায় এসে পৌঁছন রাজ্যপাল। এর পর তিনি মালদা সার্কিট হাউসে কিছু ক্ষন বিশ্রাম নিয়ে, মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে তিনি পুখুরিয়ার চৌদুয়ার গ্রামে যান। তাদের আর্থিক সাহায্য করেন এবং সমবেদনা জানান। তিনি বলেন, মিজোরামের মত দুর্ঘটনা যেন আগামী দিনে দেশের কোথাও না ঘটে এবং পরিযায়ী শ্রমিক দের কল্যাণের জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করার কথা বলেন। মানব জীবন অত্যন্ত মূল্যবান এর পরিপূরক কিছু হতে পারে না। বলে তিনি জানান।
ইতিমধ্যে জেলা প্রশাসন, তৃণমূল জেলা নেতৃত্ব সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মৃত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান। প্রসঙ্গত কয়েকদিন আগে মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে মালদার ২৩ জন শ্রমিকের মৃত্যু হয়। বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি জানানো হয়। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে রাজ্যপালের এই সাক্ষাৎ এক অন্য মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।মৃত শ্রমিকদের বাড়ি গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস সমবেদনা জানানোর পর মৃত শ্রমিকদের পরিজনদের পক্ষ থেকে পরিবারের একজনকে চাকরির দাবি জানানো হয়। রাজ্যপাল তাদের এই দাবির আবেদন রেলমন্ত্রীকে জানাবেন, পাশাপাশি রাজ্য সরকারকেও জানাবেন বলে জানান। এবং পুখুরিয়া থানার চৌদুয়ার গ্রামে গিয়ে রাজ্যপাল মৃত শ্রমিকদের পরিবারের সাথে দেখা করে রেলের তরফে ঘোষণা করা পঞ্চাশ হাজার টাকা নগদ ও সাড়ে নয় লক্ষ টাকার ক্ষতিপূরণ একটি পরিবারকে তুলে দেন। পরবর্তীতে রেলের তরফের এই ক্ষতিপূরণের টাকা অন্যান্য মিত্র পরিবারদের কাছে পৌঁছে দেবে রেল কর্তৃপক্ষ। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী রাজ্যপালের কাছে নিহতদের ক্ষতিপূরণের টাকার অংক বাড়ানো ও পরিবারের একজনকে চাকরি দেয়ার আবেদন জানান।