নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্সেলোনাতে যখন বাংলার ফুটবলকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।ঠিক সেই সময় গ্রাম বাংলার ফুটবল প্রেমীদের ফুটবল নিয়ে উৎসাহ দিতে, মালদা ডি এস এর উদ্যোগে ইস্টবেঙ্গল লেজেন্ড ও মহামেডান স্পোর্টিং লেজেন্ড এরমধ্যে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হলো। এই ম্যাচেকে সফল করতে মাঠে নেমে ছিলেন বিকাশ পাজি, সঞ্জয় মাঝি, ষষ্ঠী দুলে, অলক দাস, নাসিম আখতারের মতো ভারতের সেরা প্রাক্তন ফুটবলাররা। এই প্রদর্শনী ম্যাচের প্রধান উদ্যোক্তা ছিলেন মালদা ডি এস এর সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী,উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস,অন্যতম উদ্যোক্তা দুলাল সরকার,সো মেস দাস সহ অন্যান্যরা। এই দিবারাত্রি ম্যাচ দেখতে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ টান টান উত্তেজনা এর মধ্যে খেলা ১/১ গোলে শেষ হলেও, ট্রাই বেকারে মহামেডান স্পোটিং চার দুই গোলে ইস্টবেঙ্গল কে হারিয়ে জয়লাভ করে। ভারতের প্রাক্তন অধিনায়ক ফুটবলার বিকাশ পাজি বলেন, এইরকম একটি প্রদর্শনী ম্যাচে এত দর্শক দেখে আমি অভিভূত। মালদার ফুটবলকে জীবিত রাখতে আমি সবসময় এগিয়ে আসবো।