সিদ্ধার্থ চৌধুরী মালদা: বড়সড় চুরি হয়ে গেল মালদা রেজিস্ট্রি অফিসে। শহরের প্রাণকেন্দ্রে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জেলা শাসকের অফিস মালদা জেলা আদালত থেকে ডিল ছোড়া দূরত্বে ও ইংরেজ বাজার থানার খুব কাছে অবস্থিত এই রেজিস্ট্রি অফিসে গতকাল রাতে চুরির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শুক্রবার সকালে অফিস খুলতে এসে সেখানকার নাইট গার্ড দেখেন যে অফিসের সদর দরজার তালাভাঙ্গা। এরপরে অফিসের বাকি ঘরে গিয়েও দেখা যায় আলমারির তালা ভাঙ্গা ও কাগজ পত্র লন্ড ভন্ড। সাব রেজিস্ট্রারের ঘরেরে অ্যাটেনডেন্ট খাতা ও ড্রয়ারের তালা ভাঙ্গা অবস্থায় দেখা যায়।
তবে কি কি জিনিস চুরি হয়েছে সেই ব্যাপারে কিছু জানাননি দপ্তরের আধিকারিকরা। এই খবর পাওয়ার পর ইংরেজবাজার থানার পুলিশ এসে তদন্ত ও জিজ্ঞাসাবাদ শুরু করে। রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্টার সুমন্ত ধর বলেন, আমি ঘটনাটি রেজিস্টার এর কাছ থেকে জানতে পারি নাইট গার্ড ও ঘটনা টা জানায় এরপর ইংরেজবাজার থানাকতে খবর দেওয়া হলে তারা তদন্ত শুরু করেছে। এখনো অবধি কি কি খোয়া গেছে সেই ব্যাপারে সঠিক ভাবে কিছু বলা সম্ভব নয়। পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্তের পর সঠিকভাবে জানা যাবে। শহরে পরপর কয়েকটি মন্দিরে চুরি ঘটনার পর এবার সরকারি দপ্তরের ছুটির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।