সিদ্ধার্থ চৌধুরী মালদা : লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে জেলায় রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। এরকম একটা পরিস্থিতিতে আজ উত্তর মালদার বিজেপির প্রাক্তন সাংসদ ও প্রার্থী খগেন মুর্মু জেলার ডি এম ও এসপির সাথে উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের গোপন বৈঠকের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালেন। ওই গোপন বৈঠকে বেশ কয়েক টি থানার আইসি ও বিডিও সহ বেশ কিছু সরকারি আধিকারিকরাও ছিলেন বলে তিনি সাংবাদিক সম্মেলনে জানান। তিনি বলেন, এই তৃণমূল প্রার্থী একসময় মালদার পুলিশ সুপার ছিলেন। এবং ডিআইজি পদেও ছিলেন। তাই তিনি তার প্রভাব বজায় রাখার চেষ্টা চালাচ্ছেন এই সমস্ত আধিকারিকদের দিয়ে। এই সমস্ত আধিকারিকরা এই নির্বাচনের কাজ পরিচালনা করলে কোনমতেই নিরপেক্ষ নির্বাচন হবে না। তাই তিনি দশ জনের একটি তালিকা তৈরি করে, গোটা ঘটনা টি নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তিনি আরো বলেন, এই জেলার জেলা শাসক ও পুলিশ সুপার দলদাসে পরিণত হয়েছে। এদের নিয়ন্ত্রণে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। তাই অভিযোগ জানিয়েছি। এই অভিযোগের উত্তরে, উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি প্রার্থী যে অভিযোগগুলো করছেন এই অভিযোগগুলো ভিত্তিহীন। তিনি নিজের পরাজয় নিশ্চিত বুঝতে পেরে এই ধরনের অভিযোগ করছেন। তিনি এখন মানসিক অবসাদ গ্রস্ত। আমি উনাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছি। আমি সাধারণ মানুষের কাছে যেখানেই গেছি হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুর সর্বত্র মানুষ বলছে সাংসদ কোন কাজ করেনি। তাই এই রকম ভিত্তিহীন অভিযোগের উত্তর দেওয়ার। কোনো মানে হয় না।
এই দিন সাংবাদিক সম্মেলন করে একটি শ্বেতপত্র প্রকাশ করলেন বিদায়ী সংসদ খগেন মুর্মু। গত পাঁচ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। ওই শ্বেতপত্রে বিশেষভাবে উত্তর মালদার জন্য ঢালা উন্নয়ন হয়েছে বলে তিনি দাবি করেন। বিভিন্ন এক্সপ্রেস ট্রেন থেকে শুরু করে অমৃত ভারত প্রকল্পে রেলওয়ে স্টেশনের আধুনিকরণের বিষয়টি তিনি তুলে ধরেছেন। এছাড়াও সাংসদ তহবিলের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারা বয়ে গিয়েছে বলে দাবি করেন।