নিজস্ব সংবাদদাতা মালদা: বিতর্ক নিয়েই শেষ হলো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওয়েব কুপার রাজ্য সম্মেলন। এই সম্মেলনের উপস্থিত ছিলেন ওয়েব কুপার রাজ্যের সভাপতি তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়া উপস্থিত ছিলেন মালদা উত্তর ও দক্ষিণের লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও শাহনাজ আলী রায়হান, সহ তৃণমূল কংগ্রেসের মন্ত্রি ও প্রথম শ্রেণীর নেতৃত্বরা। এদেরই উপস্থিতিতে কার্যত নির্বাচনী প্রচাররে পরিণত হলো এই সম্মেলন মঞ্চ। রাজ্য সভাপতি থেকে জেলার মন্ত্রী সবাই আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার করা ও ভোট করার আবেদন জানালেন বিভিন্ন রকম ভাবে। লোকসভা ভোটের মুখে নেতা-নেত্রীদের ছবি দিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছয় লাখ করে ওয়েব কুপার এই ধরনের সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে কংগ্রেস ও বিজেপি দল। নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে শোক কজ করে জবাবও জানতে চেয়েছেন। কিন্তু এই পরিস্থিতির দোলা চালের মধ্যেই দাপিয়ে হয়ে গেল ওয়েব কুপার সম্মেলন। পাশাপাশি প্রশ্ন উঠেছে ভোটের মুখে ১২ বছর পর এই সম্মেলন করার ঠিক কি যৌক্তিকতা রয়েছে? এই সম্মেলনে নিয়ে বিশ্ববিদ্যালয় তরফে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার বিশ্বজিৎ দাস বলেন, আমরা ৫০০০ টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের সমস্ত রকম পঠন পাঠন বজায় রেখে এই মাঠটি ব্যবহার করার অনুমতি দিয়েছে। নির্বাচন কমিশন আমাদেরকে শোকজ করেছেন আমরা তার যথাযোগ্য উত্তর দেব।
পাশাপাশি, ওয়েব কুপার রাজ্য সভাপতি ব্রাত্য বসু বলেন ১২ বছর পর রাজ্য কনভেনশন করতে পেরেছি আমরা। আর মমতা বন্দ্যোপাধ্যায় এর ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিজেপি সমস্ত রকম এজেন্সিদের লেলিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর যে ৭১ টি প্রকল্প হয়েছে সেইখানে অধ্যাপক সংগঠনের কোন ভূমিকা নেই। তাই আপনাদের বোঝাতে হবে অধ্যাপক রাও সাথে আছেন। এবং প্রার্থীদের হয়ে প্রচারে নামার অনুরোধও জানান তিনি।