স্বরূপ সাহা,মালদা:- ইংরেজবাজার শহরের দুই প্রান্ত থেকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন মালদা জেলার দুই লোকসভা কেন্দ্রের জোটের কংগ্রেস প্রার্থী। সোমবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনে পৌঁছান উত্তর মালদা লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মোস্তাক আলম এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী ইশা খান চৌধুরী। ইশা খান চৌধুরী সকালে পিরানা পীর দরগায় প্রার্থনা প্রার্থনা করার পর মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে রথবাড়িতে গনি খানের মূর্তির পাদদেশ থেকে বিশাল মিছিল নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন।
গঙ্গা ভাঙ্গন, উন্নয়ন, বেকারত্ব সহ বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রের বঞ্চনা এবং সম্প্রীতির বার্তা দিয়ে ভোট চাইছেন দুই প্রার্থী বলে জানান। কর্মী সমর্থকদের সমর্থন পেয়ে জেতার ব্যাপারে আশাবাদী দুই জনেই। ঈশা খান চৌধুরী প্রয়াত সংসদ গনি খান চৌধুরীর ভাইপো হওয়ায় প্রচারে প্রাধান্য পাচ্ছেন বলে জানান।
সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মালদা শহরে বিশাল মিছিল করেন দুই জোট প্রার্থী। বামপন্থী কর্মী সমর্থক এবং কংগ্রেস সমর্থকরা মিছিলে সুসজ্জিত হয়ে অংশ নেয়। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় গান্ধী মূর্তি পাদদেশ। ভিড় সামাল দিতে সেখানে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এরপর দুই প্রার্থী জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র দাখিল করেন।
৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে মালদা জেলার দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ মে। ইতিমধ্যে সমস্ত দলের প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারের ময়দানে। এই দিন জেলা প্রশাসনিক ভবনে উত্তর ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের দুই জোট প্রার্থী মনোনয়নপত্র পেশ করে আরো জোর কদমে প্রচার শুরু করেন।