বলাই পোদ্দার গাজোল : আমি বাংলার রয়েল বেঙ্গল টাইগার হয়ে আপনাদের জন্য লড়াই করছি। সময় অসময়ে আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনারা বিশ্বাস রাখুন দিল্লিতে আমাদের সরকার আসবেই এবং সেই সময় আমরা রাজ্যের ১০০ দিনের কাজ সহ বিভিন্ন পাওনা আবার ফিরিয়ে আনবো। মালদার গাজলে নির্বাচনী জনসভা করতে এসে এমনই গর্জন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেলা দুটো ১৫ মিনিট নাগাদ তিনি প্যাক ক্যাপ্টারে কলেজের মাঠে আসেন। মঞ্চে এসেই তিনি তৃণমূল নেতৃত্ব ও প্রার্থীদের সাথে কিছুক্ষণের জন্য কথা বলে ভাষণ দিতে গিয়ে সরাসরি খগেন মুর্মু র নাম করে বলেন, যখন বাংলার মানুষ ১০০ দিনের কাজের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছিল, বাংলা আবাস যোজনা টাকা পাচ্ছেনা, গ্রামীণ রাস্তার টাকা আটকে যাচ্ছে সেই সময় খগেন মুর্মু কোথায় ছিলেন। দিল্লিতে গিয়ে কোনো দরবার করেনি। আমাদের সাংসদরা দাবি আদায় করতে গিয়ে হেনস্তা হয়েছে।তাই আমরা রাজ্যের নিজস্ব উদ্যোগে ৫০ দিনের কাজের গ্যারান্টি উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, এই লড়াই দিল্লির লড়াই কংগ্রেস ও সিপিএম জোট করেছে। রাজ্যে আমরা এই জোটে কে সমর্থন করবো না। কিন্তু ইন্ডিয়া জোটকে আমরা সমর্থন করব। তাই আপনারা কংগ্রেস ও সিপিএমকে একটিও ভোট দেবেন না।
আর এটাও বলে যাচ্ছি আমি এনআরসি ও সিএএ হতে দেব না। বিজেপির হয়ে কিছু মিডিয়া যে সার্ভে দেখাচ্ছে এটা মিথ্যে। এবার ২০০ পার করতে পারবে না বিজেপি বলে দাবি করেন। তিনি প্রশ্ন তুলে বলেন, দেশের কোন কোন রাজ্য থেকে ভোট পাবে বিজেপি ? মহারাষ্ট্র, বিহার, উড়িষ্যা, কর্ণাটক, দিল্লি, বাংলা, কোথা থেকেও বেশি আসন পাবে না বিজেপি সরকার ইন্ডিয়া জোট ই করবে।তাই উত্তর মালদার তৃণমূল প্রার্থীকে ভোট দিন।
পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন দয়া করে ভোটটা এসে দিয়ে যান , কেননা ভোটটা না দিতে দিলে হয়তো পরবর্তীতে কোন অসুবিধা সৃষ্টি করতে পারে। এই নির্বাচনী মঞ্চে উপস্থিত ছিলেন মালদার রাজ্যসভার সংসদ মৌসুম নুর, জেলা সভাপতি রহিম বক্সি, মতুয়া সম্প্রদায়ের নেত্রী মমতা বালা ঠাকুর, বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলা তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস আশীষ কুন্ডু, চুনিয়া মুর্মু সহ অন্যান্যরা সভার শেষে, তিনি আদিবাদী ভাইবোনদের সাথে গানের তালে পা মেলেন। এবং মালদা উত্তরের এনায়েত পুরের সভার উদ্দেশ্যে রওনা দেন।