মোদী জির জনসভা কে ঘিরে মালদার আম বাগানে বসলো মেলা

সিদ্ধার্থ চৌধুরী, নিত্তানন্দপুর: “আমিই মোদির পরিবার” এই কথাটি লিখে পোস্টার ঝুলিয়ে মোদিকে দেখতে ও মোদির কথা শুনতে আশা মানুষেদের শসা, জল বিক্রি করলো এক যুবক।
মালদার নিত্যানন্দপুরের মোদিজীর সভার স্থলে ঠিক উল্টোদিকে আমবাগান জুড়ে বসলো এক বিরাট মেলা। কেউ পাপড় ভাজা, কেউ লুচি তরকারি, আবার কেউ মুড়ি ঘুগনি, আখের রস আইসক্রিম সহ, হরেক রকম খাবারের দোকানে উপচে পড়ল মানুষের ভিড়। উনাকে চোখের দেখা দেখতে জেলার দূর-দূরান্তর প্রান্ত থেকে গাড়ি ভাড়া করে এসেছে পুরুষ, মহিলা, বাচ্চা সহ বহু মানুষ।

আর তাদের ক্ষুধা, তৃষ্ণা মেটানোর জন্য হরেক রকম খাবারের পসরা নিয়ে বসেছিল স্থানীয় এলাকার মানুষেরা। এক দোকানি সন্তোষের এর কথায়, রথ দেখা কলা বেচা দুই হল। আমরা আগেই ভেবেছিলাম এই সভায় প্রচুর মানুষের সমাগম হবে তাই ছোট করে একটা দোকান খুলেছি। বেচাবিক্রি যাইহোক এটা একটা উপরি পাওনা। অপর এক দোকানি বলেন, বিক্রি বাট্টা তেমন কিছু হয়নি তবে, এরকম সভা বারে বারে হলে মন্দ হয় না। মুড়ি ঘুগনি খেতে খেতে সোনালী দাস বললেন, সেই সকালে এসেছি,খুব খিদে পেয়েছিল। আম বাগানে এই মেলার দোকানে খেয়ে শান্তি পেলাম। তৃপ্তি না হলেও, ক্ষুধার্ত লোকের পেট ভরিয়েছে এই মোদী মেলা।