মালদা, দুই দিন ধরে চলা কংগ্রেসের ভারত জড়ো পদযাত্রার শেষ হলো মালদার মঙ্গলবাড়ীতে। সোমবার মালদার বৈষ্ণবনগর থেকে এই যাত্রা শুরু করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সঙ্গে ছিলেন প্রক্তন বিধায়ক ইশা খান চৌধুরী মোস্তাক আলম, অর্জুন হালদার, মক্তাকিন আলম সহ জেলার অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। মঙ্গলবার দ্বিতীয় দফার এ পদযাত্রা শুরু হয় সুজাপুর থেকে । এই পদযাত্রা ইংরেজবাজার শহর হয়ে পুরাতন মালদার মঙ্গলবাড়ীতে জনসভার মধ্যে দিয়ে শেষ হয়। পদযাত্রায় কংগ্রেস নেতৃত্বদের সাথে সাথে উপস্থিত ছিলেন শতাধিক কংগ্রেস কর্মী ও সমর্থকেরা দীর্ঘ এই পথযাত্রাকে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য পুলিশি তৎপরতা ও ছিল চোখে পড়ার মতো। পদযাত্রার শেষে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, দিদি ও মোদি দুজনই এক তারা শুধু হিন্দুত্ব নিয়ে কথা বলছে। বিচার ব্যবস্থার স্বাধীনতা রক্ষার জন্য ব্যানার্জিকে সবার আগে বলা উচিত বিচারপতিদের গালাগালি দিয়ে যে পোস্টার পড়েছিল সেগুলো কে মেরেছিল? আদালতের বাইরে যে শ্লোগান আন্দোলন হয়েছিল তার সাথে কারা যুক্ত। এটাই দিদির চালাকি, তিনি চোরকে চুরি করতে বলেন আর গেরস্থকে সজাগ থাকতে বলেন পাশাপাশি একই রকম পরিস্থিতি দিল্লিতে তৈরি করেছেন মোদি সরকার তারাও বিচারব্যবস্থার উপর প্রবল প্রভাব ফেলছে এটা অ গণতান্ত্রিক।