নিজস্ব সংবাদদাতা : প্রথম দিকে বেশ ছন্দে ছিল টিম ইন্ডিয়া। পাকিস্তান সহ গ্রুপের বাকি দুই দলকে অনায়াসে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে সুপার ফোরে উঠেছিলেন রোহিত শর্মারা। কিন্তু সুপার ফোরে খেই হারাল ভারত। প্রথমে পাকিস্তানের কাছে হার। তারপর শ্রীলঙ্কার কাছে লজ্জাজনক হার। এশিয়া কাপে ভারতের অভিযান সম্ভবত শেষ। খালি হাতেই ফিরতে হবে দুবাই থেকে টিম ইন্ডিয়াকে। মঙ্গলবার শ্রীলঙ্কা ৬ উইকেটে হারিয়ে দিল ভারতকে। সুপার ফোরে পরপর দুই ম্যাচ জিতে কার্যত ফাইনালে পৌঁছে গেলেন শ্রীলঙ্কা। ভারত সুপার ফোরের পরপর দুই ম্যাচ হেরে যাওয়ায় কার্যত ফাইনালের দৌড়ের বাইরে। কিন্তু অসম্ভব কিছু ঘটনা ঘটলে ভারত যেতে পারে ফাইনালে। কী সেই অসম্ভব কাণ্ড? পাকিস্তানকে বাকি দুই ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারতে হবে। আর ভারতকে বিরাট ব্যবধানে হারাতে হবে আফগানদের। একমাত্র তবেই ক্ষীণ একটা সম্ভাবনা তৈরি হতে পারে। যদিও সেই সম্ভাবনা বড় একটা দেখছেন না ভারতীয় ক্রিকেটের ভক্তরাও।
টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে রোহিত বড় রান পাননি। বিরাট কোহলি ছন্দে ফিরলেও, রোহিত শর্মার ব্যাটে যেন রানের খরা দেখা দিয়েছিল। এশিয়া কাপের সুপার ফোরের মরণ-বাঁচন ম্যাচে অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন রোহিত। ভারত অধিনায়ক ইনিংস ওপেন করতে নেমে ৪১ বলে ৭২ রান করলেন। ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা মেরেছেন ‘হিটম্যান’। রোহিতের ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৭৩/৮। ম্যাচ জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হতো ১৭৪ রান। ১ বল বাকি থাকতেই রান তুলে ফেলল শ্রীলঙ্কা।