শিয়ালদার পর মালদা পেল সিলভার স্টেশনের তকমা
মালদা : সিলভার স্টেশনের মর্যাদা পেল মালদা টাউন স্টেশন। আর এই খবরে খুশিতে মেতেছে মালদা ডিভিশন এর রেল আধিকারিক থেকে কর্মীরা। ক্যাটাগরিতে এই সিলভার স্টেশন এর মর্যাদা দিয়েছে ইন্ডিয়ান গ্রীন বিল্ডিংস কাউন্সিল। পূর্ব রেলের শিয়ালদা স্টেশনের পর দ্বিতীয় মালদা টাউন স্টেশন সিলভার স্টেশনের মর্যাদা পেল । মালদা ডিভিশন এর ডিআরএম যতেন্দ্র কুমার জানান, এই সম্মান…