মালদা : পৌরসভার ভোট প্রচারে মালদায় এলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শহরের বিভিন্ন রাস্তায় প্রচার করার পর, তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,“যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তীব্র নিন্দা করছি। যদিও এই আনিস খান যে আদর্শে বিশ্বাস করতেন সেটা আমাদের বিপরীত ধর্মী আদর্শ। তবুও আমরা মনে করি বিরোধী কণ্ঠস্বরকে কিভাবে মিটিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, পুলিশের দ্বারা। এটা মোটেও ঠিক নয় এই কাজটি নিন্দনীয়। আমরা চাইছি নিরপেক্ষ তদন্ত হোক। কারণ পরিবার বলছে পুলিশের পোশাক পড়ে এক জন গিয়েছিলেন এবং দুইজন সিভিল পোশাকে ছিলেন যারা নিজেদের পুলিশ বলেছেন। অথচ পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন না তারা পুলিশের লোক নয় অন্য রাজ্য থেকে এসেছিলেন। উনার জ্ঞাতার্থে বলে রাখি তারা বাংলায় কথা বলছিল এবং আনিস খান কখন জলসা শুনতে গেছে এবং জলসা থেকে ফিরেছে সমস্ত ডিটেইলস তাদের কাছে ছিল। স্থানীয় লোক ছাড়া স্থানীয় থানা ছাড়া কারও পক্ষে জানা সম্ভব নয়”। কল্যাণ ব্যানার্জি মন্তব্য প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এটা তৃণমূলের অন্তর্কলহ। এই অন্তর্কলহ আগামী দিনে আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ নেবে। যে পর্ব শুরু হয়েছে তা এক দিন শেষ হবে। অভিনেতা দেব সিবিআই প্রসঙ্গে তিনি বলেন, সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। দেব যেহেতু তৃণমূল কংগ্রেস আছে তাই তাকে সিবিআই ইডি ডাকবে। যদি ভালো জায়গায় থাকতেন মঠ মন্দির ডাকত। যেহেতু অসৎ সঙ্গে আছেন এরকম ঘটনা ঘটবে। তার উচিত সিবিআইকে সাহায্য করা।