নিজস্ব সংবাদদাতা: পঁচিশ বছরে পা দিল স্বরাজ কোম্পানির ট্রাক্টর। তাই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে স্বরাজ ট্রাক্টরের উদ্যোগে পুরাতন মালদার সাহাপুর এক বেসরকারি রিসর্টে ‘শ্রাবণ মিলন মেলা’র আয়োজন করা হয়। এই কোম্পানি মালদা ও দক্ষিণ দিনাজপুরে ট্রাক্টরের ভাল বিক্রি করেছে। তাই এই দুই জেলার ক্রেতাদের নিয়ে এদিন এই মেলা করা হয়। এই অনুষ্ঠানে ক্রেতা দের সংবর্ধনা ও উপহার দিয়ে উৎসাহিত করা হয়। এই অনুঠানে উপস্থিত ছিলেন স্বরাজ ট্রাক্টরের জেনারেল ম্যানেজার ধর্মেন্দর বশিষ্ঠ, ডি.এম. মার্ট অটোমোবাইল প্রাইভেট লিমিটেড-এর ডাইরেক্টর গোপাল মুসদ্দী ও
রনজিত মুসাদ্দি সহ আরো অনেকে। ডি.এম. মার্ট অটো মোবাইল প্রাইভেট লিমিটেড-এর ডাইরেক্টর গোপাল মুসাদ্দী ও জোনাল ম্যানেজার ধর্মেন্দর বশিষঠ,
জানান, ‘আমাদের দুই জেলায় ট্রাক্টরের ভাল বিক্রি। হয়েছে। এদিন প্রায় ৬০০ ক্রেতা হাজির ছিলেন অনুষ্ঠানে। মূলত তাঁদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কর্তপক্ষ।