মালদায় বোমা বিস্ফোরণে আহত পাঁচ শিশু

Bom_blast

নিজস্ব সংবাদদাতা: আবার বোমা বিস্ফোরণ কালিয়াচকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হলো পাঁচ শিশু। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে মালদা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে । বাকি দুজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কলিয়াচক থানার গোপালনগর গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে রয়েছে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী। কারা এই বোমা রেখেছিল তাই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে যখন শিশুরা হল বিক্রম সাহা(৮), শুভজিৎ সাহা (৯) মিঠুন সাহা (১০) সুবল সাহা (৬) রেহান শেখ (৫) এদের প্রত্যেকের বাড়ি গোপালনগর এলাকায়। ঘটনার সময় এই শিশুরা স্থানীয় এক তৃণমূল নেতার বাড়ির পাশে খেলছিল সই সময় এই বিস্ফোরণ ঘটে।তবে কারা বোমা মজুর রেখেছিল তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।