মালদার হেরিটেজ কে সুরক্ষিত রাখতে শুরু হবে গৌড় মালদা ম্যারাথন।

Uttarer Khabor

মালদার হেরিটেজকে সুরক্ষিত রাখার সংকল্প নিয়ে আগামী পাঁচ ফেব্রুয়ারি জেলা পুলিশের উদ্যোগে শুরু হচ্ছে গৌড় মালদা ম্যারাথন প্রতিযোগিতা। ৫ই ফেব্রুয়ারি এই প্রতিযোগিতায় শুরু হবে মালদার গৌড়ের লুকোচুরি মসজিদ এলাকা থেকে। তিনটি বিভাগে এই প্রতিযোগিতা হবে। জেলা সহ রাজ্যের যে কোন জায়গা থেকে মহিলা ও পুরুষ প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করতে পারবেন। ২১ কিলোমিটার দৌড় ও ১০ কিলোমিটার দৌড়ে প্রতিযোগীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আর্থিক পুরস্কার পাবেন। শুধু পাঁচ কিলোমিটার দৌড়ে সবাই অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করতে সামান্য রেজিস্ট্রেশন ফিশ লাগবে। এই প্রতিযোগিতার রুট ম্যাপ, মেডেল, জার্সি কেমন হবে সেটাও পুলিশ পক্ষ থেকে দেখানো হয়।


প্রতিযোগিতাকে সফল করার জন্য মালদা জেলা পুলিশের পক্ষ থেকে আজ একটি সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। পুলিশ সুপার বলেন, মানুষের সাথে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিপূর্বেই রাজ্যের অন্যান্য জেলাতেও সফলভাবে এরকম ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে। আজ জেলার কৃতি অ্যাথলেটিক্স দের সন্মানিত করেছি আমরা। কিন্তু পরবর্তীতে যারা কৃতি হওয়ার জন্য লড়াই করছেন তাদের পাশে থাকার জন্যও আমরা সংকল্প নিয়েছি। এই অনুষ্ঠানে জেলা পুলিশ এর সমস্ত আধিকারিক সহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও জেলার বিশিষ্ট শিল্পপতিরা উপস্থিত ছিলেন।