মহাকাশ থেকে নিরাপদে ফিরলেন সুনিতা উইলিয়ামস
দীর্ঘ মহাকাশ যাত্রার পর সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন নাসার প্রখ্যাত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS) থেকে বিচ্ছিন্ন হয়ে স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে তিনি ও তার সহযাত্রী নিরাপদে অবতরণ করেন।
নির্ধারিত সময় অনুযায়ী, ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর উচ্চ তাপমাত্রার সম্মুখীন হয়। এরপর নির্দিষ্ট উচ্চতায় পৌঁছালে প্যারাশুট খুলে যায় এবং ক্যাপসুলটি ধীরে ধীরে মেক্সিকো উপসাগর সংলগ্ন সমুদ্রে অবতরণ করে। সেখান থেকে উদ্ধারকারী দল সুনিতা উইলিয়ামস ও তার সহকর্মীদের নিরাপদে উদ্ধার করে।
নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকাশ থেকে ফেরার পর সুনিতা উইলিয়ামস শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে শরীরে কিছু পরিবর্তন দেখা দিতে পারে, তাই বিশেষ পুনর্বাসন প্রক্রিয়া অনুসরণ করা হবে।
উল্লেখ্য, সুনিতা উইলিয়ামস এর আগেও একাধিকবার মহাকাশ ভ্রমণ করেছেন এবং দীর্ঘ সময় ধরে মহাকাশে অবস্থান করার রেকর্ড রয়েছে তার নামের পাশে। তার এই সফল প্রত্যাবর্তন মহাকাশ গবেষণার ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত করল।