ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

নিজস্ব সংবাদদাতা : ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচনের কাজ ৩০ শে মার্চ অনুষ্ঠিত হবে তা পূর্বেই ঘোষণা করা হয়েছিল। সেই মোতাবেক আজ বেলা ১২ টায় ইংরেজবাজার পৌরসভার কনফারেন্স রুমে হাত তুলে সমর্থনের মাধ্যমে ২৬ জন কাউন্সিলর এর সমর্থন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি পঞ্চম বার চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন।

ইংরেজবাজার পৌরসভার কনফারেন্স রুমে হাত তুলে ২৬ জন কাউন্সিলরের সমর্থন পেয়ে চেয়্যারম্যান হলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রণোও শপথ বাক্য পাঠ করান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। তার আগে মহকুমা শাসক উপস্থিত সমস্ত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান এবং সভার সভাপতি মনোনীত করান। উপস্থিত কাউন্সিলরদের মধ্যে থেকেই ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যা দাস সভাপতি নির্বাচিত হন এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নাম চেয়ারম্যান হিসেবে প্রস্তাবিত করা হয়। কাউন্সিলরদের পক্ষ থেকে এবং সেই প্রস্তাবকে সমর্থন জানান তৃণমূলের সমস্ত কাউন্সিলরসহ একমাত্র নির্দল কাউন্সিলর সুতপা ঘোষ। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে চেয়ারম্যান হিসেবে নাম প্রস্তাব করা হয় ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান ভাদুরির নাম। বিজেপির তিনজন কাউন্সিলর এই নামের সমর্থনে হাত তুলে সমর্থন করেন। তাই সর্বসম্মতিক্রমে ২৬ জন কাউন্সিলর এর সমর্থনে কৃষ্ণেন্দু চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন এর পর তিনি শপথ গ্রহণ করেন এবং ভাইস চেয়ারম্যান হিসেবে সুমালা আগরওয়ালা ও চেয়ারম্যান ইন কাউন্সিলর হিসাবে অশোক সাহা নিবেদিতা কুন্ডু, গায়ত্রী ঘোষ ও শুভময় বসুর নাম ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশাল উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূল জেলা সভাপতি রমিহ বক্সী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন মানুষের রায় নিয়ে এই পৌরসভা কাজ করে চলবে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবে। বিরোধীদলীয় নেতা বিজেপির অম্লান ভাদুরি বলেন উন্নয়নের স্বার্থে আমরা আছি কিন্তু পুরো পরিষেবা ব্যাহত হলে তার প্রতিবাদ করব একইরকম ভাবে একমাত্র নির্দল প্রার্থী ২৪ নম্বর ওয়ার্ডের সুতপা ঘোষ বলেন এলাকার মানুষ আমাকে সবচেয়ে বেশি ভোটে জয়ী করেছেন তাদের পরিষেবা দেওয়ার জন্য এই বোর্ডকে আমি সমর্থন করেছি তবে নাগরিক পরিষেবা ব্যাহত হলে আমি সোচ্চার হব।