নিজস্ব সংবাদ দাতা: কলকাতা থেকে সুদূর বাংলাদেশের নোয়াখালী গান্ধী আশ্রম পর্যন্ত ভারত বাংলাদেশ সদ ভাবনা সাইকেল যাত্রা এসে পৌঁছল মালদায়। মহেশ্বরী ভবনে এই সদভাবনা সাইকেল যাত্রাকে সম্বর্ধনা জানাল, লায়েন্স ক্লাব অফ মালদা ডিস্ট্রিক্ট ৩২২ এইচ এর সদস্যরা। লায়ন তমাল দাস গুপ্ত ও লায়ন রঞ্জিত মুসাদ্দির তত্ত্বাবধানে এই সাইকেল আরোহীদের সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও, মালদা রামকৃষ্ণ মিশন ,রোটারি ক্লাব ও লাইন্স ক্লাব অফ মালদা সেঞ্চুরির পক্ষ থেকেও বিভিন্ন রকম ভাবে এই সাইকেল আরোহীদের সহযোগিতা করা হয়। পুরুষ, মহিলা ও কয়েকজন বিদেশীরা সহ প্রায় ৭০ জন সাইকেলে আরোহী এই যাত্রায় অংশ নেয়। মহারাষ্ট্রের আহমেদনগরের স্নেহালয় নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই সদ ভাবনা সাইকেল র্যালি শুরু করেছে। তাদের উদ্দেশ্য বাপু ও বঙ্গবন্ধুর এই দুই দেশের মধ্যে শান্তি, সু সম্পর্ক ও সদ ভাবনা গড়ে তোলা।