৪৫ টা আসনে লড়াই করে দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মালদার জন সভায় কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।

সিদ্ধার্থ চৌধুরী মালদহ : জেলার এক প্রান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অপর প্রান্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী যখন গাজোলে সভা করছেন তখন, উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু সমর্থনে ভারতীয় জনতা পার্টির বিজয় সংকল্প জনসভা হচ্ছে রতুয়াতে। শনিবার দুপুরে রতুয়া এক নম্বর ব্লকের বাহারাল অঞ্চলে, এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত সহ বিজেপি নেতৃত্ব। এই দিনের জনসভা থেকে বক্তব্য দিতে গিয়ে তৃণমূল সরকারকে বিভিন্ন ইস্যুতে তীব্র আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে যে মাসে বিজেপি সরকার আসবে তার পরের মাস থেকেই আমরা আপনাদের অন্নপূর্ণা ভাতা হিসাবে তিন হাজার টাকা করে দেবো। সন্দেশখালি যে ঘটনা ঘটেছে তার বদলা নিন। যেন বাংলার মা বোনদের পিঠে খেতে মাঝ রাতে যেতে না হয়। এই জেলায় নদী ভাঙ্গন সমস্যা, চাই মন্ডলদের সমস্যার কোন সমাধান করেনি এই সরকার। এই সমস্যাগুলির সমাধান করতে পারবে একমাত্র ডবল ইঞ্জিন সরকার। তিনি প্রশ্ন তুলেন কেন এই জেলাগুলি থেকে পরিযায়ী শ্রমিকরা বিজেপির শাসিত রাজ্যে গিয়ে কাজ করছে এবং দুর্ঘটনায় মৃত্যুর হয়ে ফিরে আসছে। কারণ এই রাজ্যে কাজ নেই। আমি কথা দিচ্ছি বিজেপি কোন সম্প্রদায়ের বিরোধী নয়। মোদীজি যেমন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এর উপর দেশের জন্য কাজ করছেন আপনারাও এগিয়ে আসুন। আপনাদের কাছে অনুরোধ দেশকে সুরক্ষিত রাখতে নরেন্দ্র মোদির মত একটি শক্তিশালী প্রধানমন্ত্রীর হাতে দেশকে দিতে হবে । তাই এই নির্বাচন দেশের নির্বাচন আপনারা পদ্মফুলে ভোট দিয়ে দেশের সুরক্ষার শক্তিশালী করুন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন ৪৫ টা আসনে লড়ে দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উনি। এটা কোনদিনই সম্ভব নয়। উত্তর মালদার প্রাক্তন আইপিএস সন্দেশখালি শাহজাহানের থেকে কিছু কম নয় সেই জন্য খগেন মুর্মু কে ভোট দিন। এই বাংলায় ডবল ইঞ্জিন সরকারের দরকার ।পাশাপাশি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে ভোট দিয়ে জয়যুক্ত করার বার্তা দেন তিনি।