মালদা : কেন্দ্রীয় আবাস যোজনার দুর্নীতি খতিয়ে দেখতে মালদায় আসা কেন্দ্রীয় দলকে কটাক্ষ করলেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ বুধবার সকালে রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী পুরাতন মালদার নারায়ণপুরে একটি পঞ্চায়েতি সভায় বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় দলকে কটাক্ষ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত একের পর এক কেন্দ্রীয় দলকে এই রাজ্যে পাঠানো হচ্ছে৷ কিন্তু এখনও পর্যন্ত তারা কিছুই খুঁজে পায়নি, পাবেও না৷ উলটে আবাস যোজনায় দুর্নীতির তদন্ত করতে এসে সেই দলকেই গঙ্গা ভাঙন আক্রান্ত মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে৷ নদী ভাঙনের সঙ্গে বেহাল জাতীয় সড়ক নিয়েও দিকে দিকে ক্ষিপ্ত মানুষের বিক্ষোভ চলছে৷ অথচ সেসব বিষয়ে কেন্দ্রীয় সরকার উদাসীন৷
জেলা মহিলা তৃণমূলের উদ্যোগে আয়োজিত সভায় সকাল ১১টা নাগাদ পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ মোড় এলাকায় প্রকাশ্য সভায় অংশ নেন মন্ত্রী চন্দ্রিমা। তিনি ছাড়াও ওই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি, জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি, দলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ আরও অনেকে৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেন মন্ত্রী। তিনি তুলে ধরেন রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা৷