সিদ্ধার্থ চৌধুরী, মালদা : তখন বেলা পৌনে এগারোটা। চল্লিশ এর ওপর তাপমাত্রা মালদায়। তারই মধ্যে বাধন ভাঙ্গা উচ্ছ্বাস সমর্থকদের। হেলিকপ্টারের শব্দে ও মানুষের উল্লাস এর মধ্যে মালদার নিত্তানন্দপুর এলাকার বাইপাসের ধারে হেলিপ্যাডে পা রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে জনসভা করতে মালদায় আসেন তিনি। হ্যালি প্যাড থেকে জনসভার স্থল অবধি রাস্তায় কাতারে কাতারে মানুষ তখন অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর জন্য। কনভয় দেখে মোদি জি ওয়েলকাম ধ্বনি তুলে শ্লোগান দিতে থাকেন সমর্থকেরা। এই উল্লাস দেখে প্রধান মন্ত্রী গাড়ি থেকে হাত দেখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। উনার কনভয় যত এগিয়ে আসলো সভা স্থলের দিকে উপস্থিত সমর্থকদের মধ্যে ততই হুড়হুড়ি বাড়লো প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য।
মঞ্চে এসে উপস্থিত মানুষের কাছে মাথা নত করে প্রণাম জানিয়ে মা কালী, মা দুর্গা ও ভারত মাতাকে স্মরণ করে তিনি বলেন, এই বাংলার মায়েরা আজ সুরক্ষিত নয়। যে বাংলা একসময় দেশকে পথ দেখাতো সেই বাংলায় এখন ভ্রষ্টাচারে ভরে গেছে। রেশন, কয়লা, চাকরি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। নেতাজি, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ ও শ্যামাপ্রসাদ মুখার্জির সেই বাংলা আজ নেই। তৃণমূল সমস্ত রাজ্যটাকে দুর্নীতিতে ভরে দিয়েছে। পাশাপাশি, কংগ্রেসের মাটিতে এসে কংগ্রেসের প্রকাশিত নির্বাচনী ইশতাহারের নিয়ে কংগ্রেস কে আক্রমণ করে তিনি বলেন, কংগ্রেস বলছে নির্বাচনে জিতে আসলে তারা দেশের মানুষের সমস্ত সম্পত্তি ও অর্জিত অর্থ কংগ্রেসের ভোটারদের মধ্যে ভাগ করে দেবেন। আপনারা সারা জীবনে যা সঞ্চয় করেছেন সেই অর্থ আপনারা আপনাদের পরিবারের জন্য দিয়ে যেতে পারবেন না। এমন আইন করার কথা বলছে ওরা। সিএএ আইন নিয়ে তৃণমূল এবং কংগ্রেস একসাথে বিরোধিতা করছে। সি এ এ নাগরিকত্ব নেওয়ার আইন নয় এটা দেয়ার আইন। আমরা মুসলিম মহিলা দের জন্য যে তিন তালাক আইন করেছি তারও বিরোধিতা করেছে টিএমসি। আমি এই রাজ্যে যে টাকাগুলো পাঠাই তৃণমূলের নেতা, মন্ত্রী, তোলা বাজরা সেই টাকা ভাগ করে নেয়। এখানে কোন বিকাশ হয় না। তাই এই প্রখর রৌদ্রে কে উপেক্ষা করে যারা আমাকে এত প্রেম ভালবাসা দিচ্ছেন আমি আপনাদের সেই প্রেম, ভালোবাসা উন্নয়নের মাধ্যমে ফিরিয়ে দেবো। আপনাদের এই উচ্ছ্বাস দেখে আমার মনে হচ্ছে যে আমি পূর্বজন্মে এই বাংলায় কোন মায়ের ঘরে জন্মেছিলাম, না হয় পরের জন্মে এই বাংলায় জন্মাবো। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন এই বাংলায় ৫০ লক্ষ কৃষককে আমরা ৮০ হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী কৃষক সম্মান যোজনার টাকা দিয়েছি। এই নির্বাচনী জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন মালদা জেলার বিজেপির দুই সভাপতি উজ্জ্বল দত্ত ও পার্থসারথি ঘোষ এবং দুই প্রার্থী খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরী সহ রাজ্যের জেনারেল সেক্রেটারি ও উত্তরবঙ্গের কনভেনার দীপক বর্মন ও কো কনভেনর গোবিন্দ মন্ডল সহ অন্যান্য নেতারা।