
মিজোরামের মর্মান্তিক দুর্ঘটনায় মুত্যু হলো মালদার ২৩ জন শ্রমিকের।
সিদ্ধার্থ চৌধুরী মালদা: মিজোরামের নির্মীয়মান ব্রিজ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনও অবধি খবরে মৃতদের মধ্যে মালদা জেলারই রয়েছেন ২৩ জন। তার মধ্যে মালদা জেলার পুকুরিয়া থানার বাসিন্ধা রয়েছেন ১৬ জন, ইংলিশবাজার থানার বাসিন্দা ৫ জন ও একজন করে মোথাবাড়ি ও গাজোলের শ্রমিক আছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে ।এই ঘটনার পর…